পাথরঘাটায় ধানক্ষেতে কৃষকের মৃত্যু
বরগুনার পাথরঘাটায় ধানক্ষেতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার বেলা এগারটার দিকে পাথরঘাটা থানা পুলিশ ধানক্ষেত থেকে মৃত্যু কৃষকের লাশ উদ্ধার করে।
মৃত্যু কৃষক পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের ফজলুর রহমান হাওলাদারের সেজ ছেলে মোহাম্মদ আলী হায়দার হাওলাদার (৩৮)। তিনি নিজের জমিতে কৃষি কাজের পাশাপাশি ট্রাক্টর চালিয়ে অন্যের জমি হাল চাষ করতেন।
মৃত্যু আলী হায়দার হাওলাদারের বড় ভাই জামাল হাওলাদার জানান, সকালে হায়দার বাড়ি থেকে পার্শ্ববর্তী পার্শ্ববর্তী অন্য এক আত্মীয়র বাড়ি থেকে চাষাবাদ করার পাওনা টাকা নিয়ে ফিরে আসার সময় ধানক্ষেতে মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, তাদের সাথে পার্শ্ববর্তী এক পক্ষের সাথে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে সে কারণে পাথরঘাটা সদর ইউনিয়ন চেয়ারম্যানের নির্দেশে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন জানান, ধানক্ষেতে একজনের লাশ পড়ে থাকার খবর পেয়ে পাথরঘাটা থেকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের এর জন্য বরগুনায় প্রেরণ করা হয়েছে।