মানসম্মত শিক্ষা বাস্তবায়নে বরগুনায় ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৩ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২০

মানসম্মত শিক্ষা বাস্তবায়নে বরগুনায় ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
সরকারের পক্ষ থেকে খশরা সমন্বিত শিক্ষা পরিকল্পনা নিয়ে বরগুনায় তৃণমূলের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করার লক্ষে স্থানীয় পর্যায়ে ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে গণ সাক্ষরতা অভিযানের সহযোগিতায় সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচী)’র আয়োজনে এ ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নূর হোসেন (সজল)। স্বাগত বক্তব্য রাখেন সংগ্রাম’র উপ-পরিচালক চৌধূরী মোহাম্মদ মঈন এবং গণ সাক্ষরতা অভিযানের নিবার্হী পরিচালক ও সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মতিউর রহমান, জেলা শিক্ষা অফিসার মো. শাহাদাত হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন গণ সাক্ষরতা অভিযানের উপ-পরিচালক কে এম এনামুল হক।

খশরা সমন্বিত শিক্ষা পরিকল্পনা বিষয়ক তথ্য উপস্থাপন করেন গণ সাক্ষরতা অভিযানের উপ-পরিচালক কে এম এনামুল হক। এ বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মো. আলমগীর হোসেন।

মতামত প্রদান করেন অভিভাবক সাইফুদ্দিন শাহীন, এসএমসি সভাপতি মো. বাদল মৃধা, পূর্ব চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, বুড়িরচর এ.এম.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী পারভীন, সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল করিম, চৌধূরী মাসুম টিবিএম কলেজের অধ্যক্ষ মো. ফারুক হোসেন, চ্যানেল আই জেলা প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টু, লোকবেতার ৯৯.৮ বরগুনা’র স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, বরগুনা প্রেস ক্লাবের সদস্য মোঃ হারুন অর রশীদ রিংকু, অন্বেষা সমাজ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক শামস উদ্দিন খান প্রমুখ।

সভায় শিক্ষার সাথে সম্পৃক্ত জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, এসএমসি, জনপ্রতিনিধি, পেশাজীবী ও নারী ও শিশু সংগঠনের জনপ্রতিনিধিসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহনকারীরা সরকারী ও বেসরকারী শিক্ষকদের বৈষম্য দূর, তথ্য প্রযুক্তি,কারীগরিসহ সময় উপযোগী শিক্ষা জাতিকে উপহার দেওয়ার জন্য শিক্ষা খাতে সরকারের প্রনোদনার দাবী জানান। উল্লেখ্য এজেন্ডা ২০৩০- শিক্ষার নতুন দিগন্ত , শিক্ষা মন্ত্রনালয়, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় প্রথমবারের মত একটি সমন্বিত শিক্ষা পরিকল্পনা তৈরীর উদ্যোগ নিয়েছে। এলক্ষ্যে একটি খসড়া প্রণয়ন করা হয়েছে যা জাতীয় পর্যায়ে ও তৃণমূলে কর্মশালা ও পরামর্শ সভার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)