পাথরঘাটায় ঠাকুরঘর ভেঙে টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় আরো একজন আটক
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামের উত্তম মজুমদারের বাড়িতে জানালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মুখ টেপ লাগিয়ে ঠাকুর ঘর থেকে লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার ডাকাতির মাধ্যমে লুট করে নেয়ার ঘটনার জরিতদের মধ্যে আরো একজনকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। এনিয়ে পাঁচ জনকে এবং সংন্দেহ জনক ভাবে একজন সহ মোট ছয়জনকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।
আটক পাঁচজনের চার জন কারাগারে পাঠানো হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী জাকির হোসেনকে বরগুনা সদর এলাকা থেকে আজ সকালে আটক করা হয়েছে। আটক জাকির হোসেন তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সেকান্দর আলীর ছেলে।
মামলার তদন্ত ও পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ সাঈদ আহমেদ জানান, ডাকাতির ঘটনায় আটক জাকির হোসেনের বিরুদ্ধে মঠবাড়িয়া, পাথরঘাটা ও বরগুনা সদর থানায় হত্যা, ডাকাতি, অর্থ আত্মসাত সহ অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।