পাথরঘাটায় খাটে বসে পা নাড়াতেই সাপের ছোবল, গৃহবধূর মৃত্যু
দুপুরের খাবার খেয়ে থালা বাসন গুছিয়ে বিশ্রাম নিতে খাটে উপর পা ঝুলিয়ে বসে পা নাড়াতেই খাটের নিচে অবস্থান করা বিষধর সাপ ছোবল বসায় গৃহবধূ কুলসুম আক্তারের পায়ে।
ঘটনা টের পেয়ে তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন ঐ গৃহবধূ কুলসুম।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে।
সাপের ছোবলে মৃত্যু গৃহবধূ ঐ এলাকার সোলায়মান হোসেনের স্ত্রী।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বিষাক্ত সাপ টি খাবারের সন্ধানে হয়তো ঘরের ভিতরে অবস্থান করছিল। ঐ গৃহবধূ সাপটিকে না দেখে খাটের উপরে বসে পা নাড়াচাড়া করলে সাতটি জেদের বশে গৃহবধূর পায়ে ছোবল বসিয়ে দেয়।এতে গৃহবধূ মৃত্যু হয়।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)