পাথরঘাটায় মানসিক ভারসাম্যহীন নারী হাসপাতালে (ভিডিও)
বেশ কিছুদিন বরগুনার পাথরঘাটা উপজেলার হাড়িটানা গ্রামে রাস্তার পাশ থেকে অসুস্থ অবস্থায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। মানসিক ভারসাম্যহীন এই নারী নিজের নাম-পরিচয় কিছুই বলতে পারছেন না। চিকিৎসক
জি.এম আকবর বলছেন, বৃদ্ধার শারীরিক দুর্বলতা রয়েছে। জ্বর বা অন্য কোন রোখ দেখা যাচ্ছেনা। চিকিৎসা দিলে হয়তো শারীরিকভাবে সুস্থ্য হবেন।
স্থানীয়দের থেকে জানা গতকাল বুধবার রাতর বৃষ্টিতে ভিজেই বেশি অসুস্থ হয়ে পড়ে এই মানসিক ভারসাম্যহীন নারী। পরে একটি ভ্যান গাড়িতে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা।
সাংবাদিক শফিকুল ইসলাম খোকনের জানান, বুধবার রাত ১০টার দিকে নাসরুল্লাহ লিমন নামে এক যুবক ফোন দিয়ে জানায় অনেক দিন ধরে হাড়িটানা গ্রামে রাস্তায় পড়ে আছে এক মানসিক ভারসাম্যহীন নারী। হয়তো অসুস্থ্য। তাকে
দ্রুত চিকিৎসা দিতে হবে। পরে তার পরামর্শে স্থানীয়রা এই মানসিক ভারসাম্যহীন নারীকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সাংবাদিক খোকন চিকিৎসার ব্যবস্থা করেন।