বরিশালে ৫ ভুয়া ডাক্তার আটক করল ডিবি পুলিশ
বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোডের আলনূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান প্রধানসহ ৫জনকে ভুয়া চিকিৎসককে আটক করে ডিবি পুলিশ। সোমবার তাদের বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে তুলে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।
ডিবি পুলিশ জানায়, প্রতিষ্ঠান প্রধান মো. আল আমিন বাপ্পি নিজেকে এমবিবিএস এবং বাকিরা ইন্টার্ন ডাক্তার পরিচয় দিয়ে মানবদেহে হেপাটাইটিস-বি ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। চিকিৎসাশাস্ত্র না জেনে অতিরিক্ত ভ্যাকসিন ইতিমধ্যে ৬ শতাধিক মানুষের শরীরে প্রয়োগ করায় তাদের অনেকে এখন স্বাস্থ্যঝুঁকিতে আছেন। গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহির নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে ডিবি পুলিশ।
এসআই মহিউদ্দিন জানান, প্রতিটি ভ্যাকসিন বাবদ বিপুল অর্থ নিয়ে এক একজনের শরীরে পুশ করে আসছিলে ৫ ভুয়া চিকিৎসক। রোববার বিকেলে সেখানে হানা দিয়ে প্রতিষ্ঠান প্রধান আল আমিন বাপ্পিসহ ইন্টার্ন চিকিৎসক পরিচয়দানকারী ঝালকাঠি সাব্বির, একই জেলার রাজাপুরের ইমতিয়াজ, বরিশাল নবগ্রাম রোডের রিম্পা আক্তার, এবং পিরোজপুরের স্বরুপকাঠির সম্পা আক্তারকে আটক করেন। পরে তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করে তাদের কেউ চিকিৎসক নয়, ভুয়া পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নিতে ছদ্মবেশ ধারণ করে। তদের মধ্যকার প্রতিষ্ঠান প্রধান নিজেকে আল আমিন এমবিবিএস চিকিৎসক পরিচয় দিলেও তিনি ঝালকাঠির একটি কলেজ থেকে মাত্র এইচএসসি পাশ করেন।
ডিবি পুলিশ জানায়, রাতভর জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাথে নিয়ে সোমবার সকালে প্রতিষ্ঠানটিতে সিভিল সার্জনের প্রতিনিধি একজন চিকিৎসকসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান সিঅ্যান্ডবি রোডের আলনূর নামের ওই প্রতিষ্ঠানটি তল্লাশি অভিযান করেন। এসময় হেপাটাইটিস-বি ভ্যাকসিনসহ বিভিন্ন বৈধ-অবৈধ ওষুধ উদ্ধার করাসহ প্রতিষ্ঠানটি সীলগালা করে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তুলে ভুয়া এমবিবিএস চিকিৎসক আল আমিনকে ছয় মাস এবং বাকি চারজনকে এক মাস করে কারাদণ্ড দেন।
বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি/ডিবি) মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে