সরকারি খাল দখল করে মাছ চাষ মঠবাড়িয়ায় পানি দুষিত হয়ে এলাকাবাসীর দুর্ভোগ চরমে

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:১৩ এএম, ৩০ আগস্ট ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজমঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের সবুজ নগর এলাকার সীমানার সরকারি খাল দখল করে সেরাজুল হক ফকির (সিরু ফকির) নামের এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে
এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত সেরাজুল হক ফকির (সিরু ফকির) পৌরসভার ৮নং ওয়ার্ড (সবুজনগর) এলাকার মৃত্যু এছাহাক আলী ফকিরের ছেলে। সে বর্তমানে ভান্ডারিয়া পোষ্ট অফিসের রানার পদে কর্মরত রয়েছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, পৌর শহরের ৮ ও ৯ নং ওয়ার্ডের সবুজ নগর এলাকার গাজী বাড়ির পিছনে সরকারি হাসি খালে স্থানীয় সেরাজুল হক ফকির দীর্ঘদিন ধরে অবৈধভাবে জোর পূর্বক দখল করে বাধ দিয়ে মাছ চাষ করে আসছেন। এছাড়া তার বাড়ির লেট্টিনের ময়লা পাইপ দিয়ে খালের পানি দুষিত করে আসছে। এলাকাবাসী
পানি ব্যবহারে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।

ভুক্তভোগী এলাকা বাসী খলিলুর রহমান জানান, সরকারি খাল দখল করে মাছ চাষে বাধা দেয়ায় আমার স্ত্রীসহ ৪ জনকে মারধর করে ও আমাদের মিখ্যা মামলা হয়রানী
করছে।

অভিযুক্ত সেরাজুল হক ফকির খাল দখল করে মাছ চাষের সত্যতা স্বীকার করে বলেন, সরকারি খালে মাছ চাষ করার কোন অনুমতি নেই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার ঊর্মি ভৌমিক লিখিত অভিযোগের কথা স্বীকার করে বলেন, খাল দখলের অভিযোগের বিষয় মঠবাড়িয়া সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম কে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা প্রহনের নির্দেশ দেয়া হয়েছে। জনদূর্ভোগ সৃষ্টি করে কোন ভাবেই সকারি খাল দখল করতে দেয়া হবেনা। এ ব্যপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)