বরগুনায় জ্বালানি মন্ত্রণালয়ের ভুয়া উপসচিবকে গ্রেপ্তার করেছে পুলিশ, বিস্তারিত

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২৯ আগস্ট ২০২০

পুলিশ
বরগুনায় জ্বালানি মন্ত্রণালয়ের ভুয়া উপসচিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে দুলাল বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে এসে নিজেকে জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব পরিচয় দেন এবং একটি মামলা তদবির করার বিষয়ে আলোচনা করেন।

এরপর পুলিশ সুপারের বিষয়টি সন্দেহ হলে তিনি এই ব্যক্তি সম্পর্কে খোঁজখবর নেন। একপর্যায়ে পুলিশ সুপার কার্যালয় থেকে সটকে পড়ার চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে। ভুয়া উপসচিব দুলালের পূর্ণ নাম মোঃ সাইফুল্লাহ মাহমুদ দুলাল। দুলাল বরগুনার পাথরঘাটা উপজেলার ৩ নং চড়দোয়ানী ইউনিয়নের দক্ষিণ জ্ঞান পাড়া গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে।
প্রতারক দুলাল এর বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)