পাথরঘাটায় বাধভেঙ্গে ক্ষতিগ্রস্থ্য পরিবারের মাঝে জেলা প্রশাসকে ত্রান বিতরণ
বরগুনার
পাথরঘাটায় বেড়িবাঁধ পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ক্ষতিগ্রস্থ্যদের মাঝে ত্রান বিতরণ করে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা পুলিশ ফারির সামনে এগুলো বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবির, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যার ফাতিমা পারভীন, সদর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এসময় ভাঙ্গন কবলিত পদ্মা ও রুহিতা এলাকার ক্ষতিগ্রস্থ্য পরিবারের মাঝে চাল ২০ কেজি, মুড়ি ৫শ গ্রাম, গুড় ১ কেজি, চিড়া ১ কেজি, লবন ১ কেজি ও ২প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়।
বিতরনের সময় তিনি বলেন, এ জেলায় প্রায় ২৭টি পয়েন্টে বাঁধ ভেঙ্গেছে। প্রায় পৌনে তিন কিলোমিটার তিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য ইতোমধ্যেই উদ্ধর্তন কতৃপদের নিকট প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি আমরা দ্রুত স্থায়ীবাঁধের কাজ করতে পারবো।