২৫ মণ জাটকাসহ ২৮ জেলে আটক
অনলাইন ডেস্কঃ
নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে ২৫ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় ২৮ জেলেকে আটক করা হয়।
মঙ্গলবার (২০ মার্চ) রাত থেকে শুরু করে আজ বুধবার দুপুর পর্যন্ত ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে এসব জাটকা ও ৩০ হাজার মিটার কারেন্ট জালসহ জেলেদের আটক করে।
কোস্টগার্ড সূত্র জানায়, ভোররাতে ভোলা সদর উপজেলার রাজাপুর মেঘনা নদী এলাকা থেকে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালায়। এ সময় একটি ট্রলারবোঝাই জাটকা বরিশালে পাচার হচ্ছিল। কোস্টগার্ড ওই ট্রলারটি আটক করে প্রায় ২৫ মণ জাটকা জব্দ করে। তবে এ সময় কাউকে তারা আটক করতে পারেনি।
অপরদিকে, ভোলা দৌলতখান উপজেলার মেঘনা নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ২৮ জেলেকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মাছ ও ট্রলার জব্দ করে। পরে জব্দ জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
এ ছাড়া জব্দ মাছ গরিব দুস্থ ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২১ মার্চ