বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে গোলাম সবুর টুলুর স্মৃতি সংসদ ও ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২২ আগস্ট ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজবাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমগ্র জীবন ধারাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে দ্বিতীয় বারের মতো “এমপি গোলাম সবুর টুলু ফাউন্ডেশন ও স্মৃতি সংসদ” কর্তৃক অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আগামী ২৮ আগস্ট (শুক্রবার) সকাল ১১টার সময় কুইজ প্রতিযোগিতা শুরু হবে এবং শেষ হবে ১১টা ৩০ মিনিটের সময়।

বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) উপজেলার নবম, দশম, একাদশ ও ডিগ্রী/অনার্স/সমমানের যেকোনো শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রনের জন্য রেজিস্ট্রেশনের শেষ সময় ২৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” ও “কারাগারের রোজনামচা” এই বই দু’টির উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিজয়ীদের জন্য ১ম পুরস্কার নগদ ৫০ হাজার টাকা, ২য় ও ৩য় পুরস্কার ল্যাপটপ, ৪র্থ থেকে ৬ষ্ঠ পুরস্কার স্মার্টফোনসহ মেধাক্রম অনুসারে আকর্ষণীয় ৩০টি পুরস্কার থাকবে

প্রতিযোগিতার বিষয়ে জানতে এবং কুইজে অংশগ্রহণ করতে ভিজিট করো:
https://augustquizbd.weebly.com/

অথবা দেখে নাও এই ইউটিউব ভিডিওটি:  https://youtu.be/QDuvMcLWVxI

বিঃ দ্রঃ ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করতে হলে Gmail Account থাকতে হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)