পাথরঘাটায় পদ্মার বাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ্য পরিবারের জন্য ৫টন চাল বরাদ্ধ (ভিডিও সহ)
বিষখালী ও বলেশ্বর নদের মোহনা পদ্মার বাঁধ আমাবস্যার পানির চাপে মুহুর্তেই ভেঙ্গে যায়। বাঁধের ভিতরে কয়েক হাজার মানুষের বসবাস। অতঙ্ক ছরিয়ে পরে কয়েক হাজার মানুষের মাঝে। তলিয়ে যায় বিজতলা মাছের ঘেরসহ কয়েকশ বসতঘর। এতে ক্ষতিগ্রস্থ্য হয় কয়েক হাজার মানুষ। এই ক্ষতিগ্রস্থ্য পরিবারগুলোর জন্য ৫টন চাল বরাদ্ধ দেয়া হয়েছে বলে জানিয়েছন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
এর আগে বৃহস্পতি পানির চাপে হঠাৎ করেই বাঁধ ভেঙ্গ যায়। ঘটনার সময়ই পাথরঘাটা উপজেলা নির্বার্হ কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকতা, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান প্রমুখ।
সরেজমিনে গিয়ে দেখা যায় বলেশ্বর ও বিষখালীর পানির স্রত ভেঙ্গে যাওয়া বাধ থেকে ভেতরে প্রবেশ করছে। বাধের পাশে একাধীক পরিবার অন্যত্র চলে যাচ্ছে। এছারাও একাধীক ঘরবাড়ির মধ্যে পানিতে তলিয়ে যায়। তাৎনিক ঘটনাস্থ পরিদর্শন করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যান।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাঁধ মেরামোতের জন্য পানিউন্নয়ন বোর্ডের লোকজন কাজ করছে, তাদের সাথে আমরাও লোক দিয়েছি দ্রুত কাজ করার জন্য। অবস্থা খুবই ঝুকিপূর্ণ, তবে এখনই স্থায়ীভাবে কোন কিছুই করা সম্ববনা। ৫টন চাল বরাদ্ধ হয়েছে ক্ষতিগ্রস্থ্য পরিবার গুলোর জন্য, তাদের তালিকা করা হচ্ছে। আগামী কালনাগাদ তাদের মাঝে বিতরন করা হবে।