পাথরঘাটা পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে অবৈধ সম্পদ গড়ার অভিযোগ
বরগুনার পাথরঘাটা পৌরসভার হিসাবরক্ষক কর্মকর্তা বেলায়েত হোসেনের দূণীতির বিরুদ্ধে জনস্বার্থে সংবাদ সম্মেলন করেন পাথরঘাটা পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমাজসেবক রফিকুল ইসলাম কাকন।
সোমবার বেলা ১১টার সময় পাথরঘাটা প্রেসক্লাবে তিনি লিখিত অভিযোগ করেন।
এ সময় তিনি লিখিত অভিযোগে বলেন, আথরঘাটা পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা বেলায়েত হোসেন ৪৩ থেকে ৫১টি দলিল আছে। ছারা কথিত আছে ১শ এর মত নামে বেনামের দলিলে কয়েক কোটি টাকার জমি ক্রয় করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন দূণীতি ও অনিয়মের মাধ্যমে কয়েককোটি সম্পদ গড়ায় তা ডকুমেন্টসহ ফেসবুকে দেয়ায় বিভিন্ন মহল থেকে ইতমধ্যে আমাকে প্রাননাশের হুমকি দেয়া হয়েছে। বর্তমানে তিনিসহ তার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযুক্ত বেলায়েত হোসেন তার অভিযোগ মুঠোঠেনে স্বীকার করে বলেন, কাকন সাহেব কারো কথায় আমার বিরুদ্ধে লেগেছেন, এটি সত্য। অভিযোগ সম্পূর্ন মিথ্যা না হলেও কিছুতো একটা আছেই।
পাথরঘাটা পৌরসভার প্যানেল মেয়র রোকনুজ্জামান রুকু কাছে হিসাব রক্ষক কর্মকর্তা বেলায়েত হোসেনের কথা জানতে চাইলে তিনি জানান, এটি তার ব্যাক্গিত ব্যাপার। তদন্ত সাপেক্ষ সত্যতা জাচাই করা যেতে পারে।