নিহত মেজর সিনহার সাথে থাকা বরগুনার সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ
কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অবঃ) সিনহা মোহাম্মদ রাশেদের সাথে থাকা বরগুনা জেলার বামনা উপজেলার সিফাতের গ্রেফতারের প্রতিবাদে ও কারাগার থেকে মুক্তির দাবিতে করা মানববন্ধনে লাঠিচার্জ করেছে বামনা থানা পুলিশ। এ ঘটনায় প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে।
শনিবার (৮ আগষ্ট) দুপুর ১২ টায় সিফাতের নিজ গ্রাম বরগুনার বামনায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে গ্রেফতার সিফাতের শিক্ষক, সহপাঠি, স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
এসময় বামনা থানা পুলিশের একটি দল প্রথমে শিক্ষার্থীদের হাতে থাকা ব্যানার-পোষ্টার ছিনিয়ে নেয়। এর ১০ মিনিট পরে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস মানববন্ধনে থাকা শিক্ষার্থীদের লাঠিচার্জ শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় সিফাতের স্বজনদেরও গালাগালাজ করা হয়।
আটক সিফাতের নানা বামনা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আইউব আলী হাওলাদারকে পুলিশ গালিগালাজ করেন বলে অভিযোগ করেছেন।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান কোন ধরনের অনুমতি ছাড়া মানববন্ধন করেছে।