৮ আগস্ট থেকে খুলবে সব কওমি মাদরাসা
করোনা পরিস্থিতির কারণে প্রায় সাড়ে ৪ মাস বন্ধ থাকার পর আগামী ৮ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের সব কওমি মাদরাসা খুলে দেয়া হবে। গতকাল বৃহস্পতিবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাইআতুল উলয়ার কার্যালয়ে কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মাওলানা মুফতি মো: ওয়াক্কাস, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব, মধুপুর), মাওলানা আবু তাহের নদভী, মুফতি শাসমুদ্দীন জিয়া, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা এনামুল হক, মুফতি আরশাদ রাহমানী, মাওলানা মাহমুদুল আলম, মুফতি মোহাম্মাদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ।
সভায় আরো উপস্থিত ছিলেন- মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মুফতি জসিমুদ্দীন, মুফতি নূরুল আমীন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা মোশতাক আহমদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা উসামা আমীন, মাওলানা তাসনীম এবং আল-হাইআতুল উলয়া বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল, মাওলানা মু: অছিউর রহমান।
এর আগে আলেমদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে ১২ জুলাই থেকে সীমিত আকারে মাদরাসাগুলোর হিফজ বিভাগ খুলে দেয়া হয়। ১৩ জুলাই হাইআতুল উলয়ার বৈঠকে মাদরাসা খোলার বিষয়ে সরকারের সাথে মধ্যস্থতা করতে একটি সাব কমিটি গঠন করা হয়। তারই অংশ হিসেবে সরকারের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে ঈদুল আজহার পরে আগামী ৮ আগস্ট থেকে কওমি সব মাদরাসা স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়ার এই সিদ্ধান্ত নেয়া হয়।