মঠবাড়িয়ায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১০:০৭ এএম, ১৮ জুলাই ২০২০

ছবিঃ ইন্টারনেট থেকে নেয়ামঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুর মঠবাড়িয়া বাজারে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ। বিষাক্ত এ মাছ বিক্রি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই। জনবল না থাকার অজুহাত দেখিয়ে নিয়মিত বাজার মনিটরিং করছেন না উপজেলা মৎস্য কর্মকর্তা। দ্রুত এ মাছ বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

জানা গেছে, ২০০৮ সালে পিরানহা মাছ চাষ, আহরণ, সংরক্ষণ, পরিবহন ও বিপনন নিষিদ্ধ করে সরকার। ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর মাছ বাজারে অসাধু মৎস্য ব্যবসায়ীরা পিরানহা মাছ চাষ ও প্রকাশ্য দিবালোকে বিক্রি করছে। মৎস্য ব্যবসায়ীরা অল্পমূল্যে এ মাছ ক্রয় করে গ্রামের সহজ সরল মানুষের কাছে সামুদ্রিক রূপচাঁদা বলে বিক্রি করছে। গ্রামের নিম্ন ও মধ্যবিত্ত মানুষ না বুঝে এ মাছ ক্রয় করছে। তাদের ধারণা এ মাছ বিষাক্ত হলেও রান্না করলে ওই বিষ আগুনের তাপে নষ্ট হয়ে যায়।

শুক্রবার (১৭ জুলাই) সকালে দক্ষিণবন্দর মাছ বাজার ঘুরে দেখা গেছে, সেখানে বিষাক্ত পিরানহা মাছ বিক্রি চলছে, ১৭০ থেকে ১৮০ টাকা কেজি।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পিরানহা চাষ ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। অফিসে জনবল না থাকায় নিয়মিত মাছ বাজার মনিটরিং করা যাচ্ছে না।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)