কঠোর শাস্তি পেল সুনিল গাভাস্কার বাংলাদেশী ক্রিকেট কে ব্যঙ্গ করায় শাস্তি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:২৫ পিএম, ২০ মার্চ ২০১৮

সুনিল গাভাস্কার
অনলাইন ডেস্কঃ তথাকথিত সুশিল সুনিল গাভাস্কারের সেটা ভালো লাগেনি। তিনি কঠোর শাস্তি দাবি করেছিলেন সাকিবের। শুধু তাই নয়, বাংলাদেশি ক্রিকেটারদের জয় উদযাপনের আলোচিত ‘নাগিন’ নাচকেও ব্যঙ্গ করেছেন তিনি। যে কারণে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয় তাকে নিয়ে। বিশেষ করে ফেসবুকজুড়ে তোলপাড় শুরু হয় ভারতের জীবন্ত কিংবদন্তি এই ক্রিকেটারকে নিয়ে।

সুনিলের ব্যঙ্গাত্মক নাচ এবং সাকিবের প্রতি বিশোদগার করার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা। এ কারণে বাংলাদেশের ইথিকাল হ্যাকারদের একটি গ্রুপ ফেসবুকে রিপোর্ট করে সুনিল গাভাসকারের ফেসবুক আইডিটি মুছে ফেলতে বাধ্য করে।

সোমবার সন্ধ্যায় সুনিলের আইডিটি মুছে ফেলে ফেসবুক। কারণ হিসেবে ফেসবুক জানায়, ‘সুনীল গাভাস্কারের প্রোফাইলটি ফেসবুকের সাম্প্রদায়িক মানদণ্ড অনুযায়ী পরিচালিত না হওয়ায় এটি মুছে ফেলা হয়েছে।’ সাইবার-৭১, উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ- নামক একটি ফেসবুক পেজে এই সু’খবরও জানিয়ে দেয়া হয়। সেখানে তারা ফেসবুক কর্তৃক সুনিল গাভাস্কারকে লেখা বার্তার স্ক্রিন শর্টও প্রকাশ করে।

বাংলাদেশের একটি হ্যাকিং গ্রুপের একজন অ্যাডমিন একটি জনপ্রিয় অনলাইন নিউজকে জানান, নিদাহাস ট্রফির বাংলাদেশ ও ভারতের মধ্যকার অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের খেলোয়াড়দের ব্যঙ্গ করে নাগিন নাচ দেখান গাভাস্কার। আমরা সঙ্গবদ্ধ হয়ে ‘হ্যারেজমেন্ট অর হেট স্পীচ’ এর কারণ দেখিয়ে তার অ্যাকাউন্ট নিয়ে ফেসবুকের কাছে রিপোর্ট করি। অবশেষে ফেসবুক এটিকে মুছে ফেলে।
এ এম বি / পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)