পাথরঘাটায় উপজেলা ভাইস চেয়ারম্যানের বাসা চুরি, গুরুত্বপূর্ণ মালামাল গায়েব
বরগুনার পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীনের বাসায় চুরি হয়েছে। এতে গুরুত্বপূর্ণ মালামাল, জরুরী কাগজপত্র সহ মোবাইল ফোন ও ল্যাপটপ গায়েব হয়ে গেছে।
বুধবারবার দিবাগত রাতের কোন এক মুহূর্তে চুরির ঘটনা ঘটে।
মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন জানান এ ঘটনায় তার গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ ল্যাপটপ মোবাইল ফোন চুরি হয়েছে। বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিকেলে এদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানিয়েছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন।
পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ সাঈদ আহমেদ জানান ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পুলিশ প্রদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)