পাথরঘাটায় অযথা ঘোরাঘুরি ভ্রাম্যমান আদালতে জরিমানা
বরগুনার পাথরঘাটায় সন্ধ্যার পরে মাস্ক না পরে বাজারে অযথা ঘুরাঘুরি করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করেছেন পাথরঘাটা উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির।
আজ রবিবার সন্ধ্যার পরে পাথরঘাটা পৌর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
পাথরঘাটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির পাথরঘাটা নিউজকে জানান সন্ধ্যা সাতটার পরে সকল লোকজনকে জরুরী কাজ ছাড়া বাহিরে চলাফেরা করা নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। কিন্তু সন্ধ্যার পরে কোন কাজ ছাড়া বিভিন্ন লোক শহরে ঘোরাফেরা করে। এদের মধ্যে যারা মাস্ক ব্যবহার করছে না তাদেরকে জরিমানার আওতায় আনা হয়েছে। আর অযথা যারা বাইরে ঘোরাফেরা করে তাদেরকে বাইরে ঘোরাফেরা না করে ঘরে অবস্থান করতে পরামর্শ দেয়া হয়েছে।
মোহাম্মদ হুমায়ুন কবির আরো জানান বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।