পাথরঘাটায়পৌর কাউন্সিলর লিটনের বিরুদ্ধে মামলা ও সংবাদ সম্মেলন করলেন টিকদার
বরগুনার পাথরঘাটা ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর তরিকুল ইসলাম লিটনের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জিয়াউর রহমান শাহিন নামে এক ঠিকাদার।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সন্মেলনে ঠিকাদার শাহিন বলেন,পাথরঘাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের জনগুরুত্বপূর্ন প্রকল্পের আওতায় ৫৫লাখ ৮৪ হাজার টাকার ৮’শ ফুট কাঁচা ৮সিসি পাঁকা ঢালাই রাস্তার নির্মান প্রক্লপের এই কাজটি কাউন্সিলর লিটনের ওয়ার্ডের আওতাধিন। ওই কাজটি শুক্রবার সকালে শুরু করেন শাহিনের মাটি কাটা শ্রমিকেরা। ওই কাজে পার্টনার হিসেবে রাখার অনৈতিক দাবিতে কাজে বাঁধা প্রদান করেন লিটন।
এসময় মাটিকাটা শ্রমিকদের কোদাল-ঝুড়ি ছুঁড়ে ফেলে দেন লিটন এবং ৫ লাখ টাকা চাঁদা দাবী করে বলে ঠিকাদার বলেন। এসময় ঠিকাদার শাহিনকেও
কাউন্সিলর লিটন ও তার লোকজন মারধর করে বলে অভিযোগ করেন।
এঘটনায় শাহিন শুক্রবার রাতে কাউন্সিলর লিটনকে প্রধান আসামী করে পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করেন বলেও জানান।
এদিকে কাউন্সিলর লিটন ৫ লাখ টাকা চাদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, টাকা চাওয়ার কোন ঘটনা হয়নি। শাহিন আমার গায়ে হাত দেওয়ায় আমার লেবারদের সাথে হাতাহাতি হয়। আমার কোন হাতাহাতি বা মারধর হয়নি এবং কাজে কোন বাধা দেইনি।