বরগুনায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০২:২২ পিএম, ১ জুলাই ২০২০

বরগুনায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বরগুনায় ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার প্রতিনিধির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহারসহ সাংবাদিক হয়রানি বন্ধের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সংবাদকর্মীরা। বুধবার (১ জুলাই) বেলা ১১ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়ন কার্যলয়ে সংবাদ সম্মেলন করেন তারা।

এ সময় ‘আমাদের সময়’ পত্রিকার বরগুনা প্রতিনিধি মাহবুবুল আলম মান্নুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আজকাল পত্রিকার বরগুনা প্রতিনিধি সাইফুল ইসলাম রাফিন।

এ সময় লিখিত বক্তব্যে তারা দাবী করেন, করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকর ঔষধ আবিষ্কার ও এর প্রচার চালাই একটি মহল, মাহবুবুল আলম মান্নু জনস্বার্থে এর প্রতিবাদ করেন এবং মামলা দায়েরের জন্য পুলিশের স্বরনাপন্ন হন। কিন্তু পুলিশ মামলা না নিয়ে উল্টো ঔষধ আবিষ্কার ও প্রচার চক্রের করা মামলা গ্রহন করেছে। এতে মাহবুবুল আলম মান্নু সঠিক বিচার থেকে বঞ্চিত ও হয়রানি হচ্ছেন।

পরে বরগুনা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে মানববন্ধন করেন রিপোর্টাস ইউনিটি ও বিভিন্ন মহলের সাংবাদিকরা।

এ সময় তারা শুধু মান্নু নয়, দেশব্যাপি সাংবাদিক হয়রানি বন্ধের দাবী জানান।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)