পাথরঘাটার ৬ জনসহ জেলায় ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ২৪

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০২:১২ পিএম, ৩০ জুন ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজপাথরঘাটা উপজেলায় নতুন করে ৬ জনসহ বরগুনা জেলায় ২৪ ঘন্টায় মোট ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বরগুনা সিভিল সার্জন অফিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্যমতে, জানা গেছে, সোমবার থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে একজন পুলিশ কর্মকর্তা, একজন চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের ৫ কর্মচারীসহ ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৩ জন।  

বরগুনার আমতলী থানার এস,আই, মেজবাহ উদ্দিন (৫৫) ২৬ জুন জ্বর কাশি নিয়ে আমতলী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন। ২৮ তারিখ রাতে তাকে বরিশাল পুলিশ হাসপাতালে ভর্তি করা হলে ২৯ জুন বিকালে তার মৃত্যু হয়।

মৃত্যুর পরে তার রিপোর্ট পজিটিভ আসে।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা ৩।  

আক্রান্তদের মধ্য বরগুনা সদর উপজেলায় ১৫ জন। বামনা ১,আমতলী, ১ ও তালতলীতে ১ জন।

জেলায় মোট আজ সকাল ৮টা পর্যন্ত ২৪৩ জন আক্রান্ত।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)