আমতলীর জেলেরা পেলেন বিশেষ ভিজিএফে’র চাল
আমতলী প্রতিনিধি
মৎস্য আহরণে বিরত থাকা বরগুনার আমতলী পৌরসভার ৪৯৬ জন জেলের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর ১টায় আমতলী পৌরসভা মিলনায়তনে মৎস্য আহরণে বিরত থাকা ৪৯৬ জন জেলের মাঝে জনপ্রতি ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাহাবুবুল আলম, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, প্যানেল মেয়র হাবিবুর রহমান মীর, কাউন্সিলর জিএম মুছা, জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পৌর মেয়র মো. মতিয়ার রহমান বলেন, মৎস্য আহরণে বিরত থাকা পৌরসভার ৪৯৬ জন জেলের মাঝে জনপ্রতি ৫৬ কেজি করে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।