পাথরঘাটায় ইউপি চেয়ারম্যানের প্রতি ৯ মেম্বরের অনাস্থা
বরগুনার পাথরঘাটা উপজেলার ৩ নম্বর চরদুয়ানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ফিরোজের বিভিন্ন ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাত, ইউনিয়ন পরিষদের ট্যাক্স, ট্রলার লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ইজারা, পুকুর জলাশয় ইজারা, হাট-বাজার ইজারা, হোল্ডিং ট্যাক্সের প্রায় এক কোটি টাকা আতœসাত করার অভিযোগ এনে ৯ ইউপি সদস্য সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে পাথরঘাটা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলন করেন। লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন প্যানেল চেয়ারম্যান মো. খলিলুর রহমান।
এসয় উপস্থিত ছিলেন, চরদুয়ানি ইউপি সদস্য মো. শাহিন জামান, মো. মাহবুবুর রহমান, মো. মজিবুর রহমান, মো. কবির হোসেন মোল্লা, আবদুর রহমান হাওলাদার, বজলুর রহমান ফারুক, মোসা. জাহানারা বেগম ও মোসা. শিমু আক্তার।
ইউপি সদস্যরা চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ফিরোজকে অনাস্থা, অপসারণ দাবি করে বলেন, বিভিন্ন ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাত, ইউনিয়ন পরিষদের ট্যাক্স, ট্রলার লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ইজারা, পুকুর জলাশয় ইজারা, হাট-বাজার ইজারা, হোল্ডিং ট্যাক্সসহ সরকারি অনুদান পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রায় এক কোটি টাকা আতœসাত করেছে। শুধু আত্নসাতই করেনাই সরকারকে ঠকিয়েছে। তাছাড়া ইউনিয়ন পরিষদে ত্রাণসহ সকল বরাদ্দ তার নিজস্ব মধ্যবিত্ত এবং ঢনাট্য ব্যক্তিদের দেয়া হয়।
তারা আরও বলেন, এর আগে ২৭ মে ৯ ইউপি সদস্য চেয়ারম্যানের বিভিন্ন অন্যায় কর্মকান্ড, অনিয়ম দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাতের বিচার চেয়ে রেজুলেশন করা হয়। চেয়ারম্যান এ পদে থাকলে তারা ইউনিয়ন পরিষদে যাবেনা বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন।
এ বিষয় চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ফিরোজ বলেন, এ অভিযোগ সম্পুর্ন মিথ্যা, অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রনোদিত।