তালতলীতে প্রবাসির বাড়িতে ডাকাতি, মা-মেয়েকে পিটিয়ে আহত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১১:৫২ এএম, ২২ জুন ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার তালতলী উপজেলায় সৌদী প্রবাসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ওই ঘরে থাকা মা-মেয়েকে রামদা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে নগদ ৯০ হাজার টাকা টাকা, ৪ ভরি স্বর্ণালংকারসহ আসবাবপত্র নিয়ে যায়।

সোমবার (২২ জুন) গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চামোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রবাসির স্ত্রী পারভীন বেগম বলেন, রাতে ঘূমিয়ে পড়ার পর হঠাৎ আমার ও মেয়ের মুখ চেপে ধরে আলমিরার চাবি চাইলে আমার মেয়ে ফারজানা আলমিরার চাবি দেয়। এ সময় আলমিরার খুলতে বাধা দিলে আমাকে ও আমার মেয়েকে রামদা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তারা ৪থেকে ৫জন ছিল। তাদের মধ্যে একজনকে চিনতে পারায় আমাদেরকে আরও মারধর করে হুমকি দিয়ে চলে যায়। পরে চিৎকার দিলে প্রতিবেশি ছুটে আসে। সকালে ওঠে দেখি ঘরের সিঁদ কাটা।

তালতলী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ রকমের একটি ঘটনা ঘটে স্থানীয় চেয়ারম্যান আমাকে সকালে ফোনে জানিয়েছেন। পুলিশের ফোর্স পাঠিয়েছি। তদন্ত করে বিষয়টি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দুলাল ফরাজী বলেন, ডাকাতির খবর শুনিছি। পুলিশসহ ঘটনাস্থলে আমরা আছি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)