দুর্বৃত্তদের সঙ্গে গোলাগুলিতে পুলিশ পরিদর্শক জালাল নিহত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:৫৬ এএম, ২০ মার্চ ২০১৮ | আপডেট: ১০:৫৭ এএম, ২০ মার্চ ২০১৮

---
বিশেষ প্রতিবেদক: রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগে একটি তিনতলা বাসায় সোমবার (১৯ মার্চ) দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তদের সাথে গোলাগুলিতে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) জালাল উদ্দিন নিহত হয়েছেন।

পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে ১১টায় মধ্য পীরেরবাগ আলিমুদ্দিন স্কুলের পাশের ওই বাসায় পুলিশ অভিযান চালায়।পুলিশ কার্নিশ বেয়ে উপরে উঠছিল। তখন ভবন থেকে এলোপাতারি গুলি চালায় দুর্বৃত্তরা। দুটি গুলি পুলিশ পরিদর্শক জালাল উদ্দিনের মাথায় ঢুকে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ জালাল উদ্দিনকে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ২টার দিকে তাকে মৃত্যু ঘোষণা করা হয়। খবর পেয়ে পুলিশ কমিশনার হাসপাতালে আসেন।

নিহত জালাল উদ্দিনের বাসা রাজধানীর বাসাবোতে। তার দুই মেয়ে ভিকারুন্নেসার ছাত্রী।খবর পেয়ে তার স্ত্রী-সন্তানরা হাসপাতালে ছুটে আসে। এসময় হাসপাতালে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই বাসায় অভিযানে গিয়েছিল। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে পুলিশ পরিদর্শক জালাল উদ্দিনের মাথায় গুলি লাগে।তখন পুলিশও সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা বাসার পিছন দিয়ে পালিয়ে গেছে। পরে অতিরিক্ত জনবল এসে বাসাটি ঘিরে ফেলে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে।বাড়িটিতে থাকা লোকজন সন্ত্রাসী নাকি কোনো জঙ্গিগোষ্ঠীর সদস্য, এখনই বলা যাচ্ছে না। বাড়িতে অস্ত্র-গোলাবারুদ পাওয়া যায়নি। পুরো ভবন ও আশপাশে তল্লাশি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। তল্লাশি শেষে পুরো ঘটনা পুলিশ জানাবে।

অভিযান শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলেও জানান মো. আছাদুজ্জামান মিয়া।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, মাসখানেক আগে মিরপুর পীরেরবাগ এলাকা থেকে দুই সার্জেন্টের সরকারি অস্ত্র খোয়া যায়। সেই অস্ত্র উদ্ধার করতেই এ অভিযান চালানো হচ্ছিল। গোলাগুলির খবর পেয়ে সোয়াট সদস্যরাও সেখানে যান।

ঘটনাস্থলে পুলিশের স্পেশাল ওয়েপুন অ্যান্ড ট্যাকটিক্স (সোয়াট) দল ও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এন এ এস / পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)