সুন্দরবন সংলগ্ন চরে অস্ত্র তৈরির কারখানা, বিপুল সরঞ্জামাদি উদ্ধার করে পাথরঘাটা কোষ্টগার্ড
সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের মধ্যবর্তি একটি চর অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৫টি পাইপগান, ২ রাউন্ড গুলি, রামদা ১টি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে পাথরঘাটা দক্ষিণ ষ্টেশন কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ডের দক্ষিণ স্টেশনের কমান্ডার লে. মেহেদি হাসান রাত এগারোটার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গতকাল বুধবার ৮টার দিকে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে আস্তানাটি ধংস করে দেয়। তবে কাউকে আটক করতে পারেনি তারা।
কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, বলেশ্বন নদের একটি চরে অস্ত্র তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করা হয়। এ সময় ওই চরে গিয়ে জংগলের মধ্যে তল্লাশি চালিয়ে একটি আস্তানার সন্ধান পাওয়া যায়। সেখানে ৫টি পাইপগান, ২ রাউন্ড গুলি, রামদা ১টি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জলদস্যুদের কাছ থেকে অর্ডার নিয়ে এ আস্তানাটিতে একটি চক্র অস্ত্র তৈরি করে আসছিলো বলেও জানান তিনি।