৬ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে পরীমণি অভিনীত স্বপ্নজাল
অনলাইন ডেস্কঃ মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নজাল । এর আগে ‘মনপুরা’ সিনেমা নির্মাণ করে সাড়া ফেলে দিয়েছিলেন এ নির্মাতা। গিয়াস উদ্দিনের এবারের মিশন পরীমনিকে নিয়ে।
সম্প্রতি বিনা কর্তনে সেন্সরবোর্ডের ছাড়পত্র পায় পরীমণি অভিনীত এ ছবিটি। এর আগে প্রিভিউ কমিটির অনুমোদন পায় এ সিনেমা। যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন নবাগত ইয়াশ রোহান। বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশন্স ও ভারত থেকে বেঙ্গল বারতা সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। কলকাতায়ও কিছু অংশের দৃশ্যায়ন হয়। সিনেমায় দেখা যাবে, কঠোর বাস্তবতায় বিচ্ছিন্ন হয়ে পড়ে অপু ও শুভ্রা। ছবিতে শুভ্রার চরিত্রে আছেন পরী, আর অপু হয়েছেন ইয়াশ। ‘স্বপ্নজাল’-এর কাহিনী-চিত্রনাট্যও নির্মাতার।
গিয়াস উদ্দিন সেলিম বলেন, ছবিটি বিনা কর্তনে সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ৬ এপ্রিল পেক্ষাগ্রহে মুক্তি পাবে এটি। পরীমণি বলেন, গত দুই বছর ধরে ছবিটির জন্য স্বপ্ন বুনেছি। এবার হয়তো বাস্তবে রূপ পেতে যাচ্ছে এই স্বপ্ন। এক কথায় বলতে গেলে, এ ছবিতে নিজেকে নতুন ভাবে উপস্থাপন করেছি।
পরীমনি-ইয়াশ রোহান ছাড়াও এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনুসহ আরো অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অর্ণব।
এ এম বি / পাথরঘাটা নিউজ