বরগুনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ ৭ জন আটক
বরগুনা শহরের মাদ্রাসা সড়কের খাদ্য বিভাগের গোডাউন থেকে মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে গুদাম কর্মকর্তা মামুনুর রশিদ বিপ্লব, নৈশপ্রহরী শাহিন, সুইপার কাম গাড়ির চালকসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে নতুন বস্তায় করে কালোবাজারে চাল বিক্রি প্রস্তুতির অভিযোগ করেছে পুলিশ।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার বরগুনা সদর সার্কেল মো. শাহজাহান বলেন, সরকারি চাল চুরির অভিযোগে জেলা খাদ্য কর্মকর্তা বাদী হয়ে খাদ্য গোডাউন কর্মকর্তাসহ (ওসিল এসডিও) ৭ জনের বিরুদ্বে মামলা দায়ের করায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত খাদ্য গোডাউন কর্মকর্তা মামুনুর রশিদ বিপ্লব চুরির অভিযোগ অস্বীকার করে বলেন, করোনার শুরু থেকে খাদ্য বিভাগ সরকারি নির্দেশনায় রাতদিন কাজ করে যাচ্ছে।
গোডাউন থেকে প্রতিদিন হাজার হাজার টন চাল বিতরণ হচ্ছে।
রাতে গোডাউনের এলোমেলো বস্তা সরিয়ে পরিস্কারের সময় পরিকল্পিত ভাবেই আমাদেরকে আটক করা হয়েছে।