বিশখালী নদীতে পড়ে কলেজ ছাত্র নিখোঁজ
বিষখালী নদীতে পড়ে গিয়ে রাকিব হাওলাদার (২২) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঝালকাঠির রাজাপুরে মঠবাড়ি বাদুরতলা লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নদীর পানিতে নিখোঁজ কলেজ ছাত্রের সন্ধান মেলেনি।
নিখোঁজ রাকিব উপজেলার মঠবাড়ির পুখরিজানা গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে এবং বরিশালের হাতেম আলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে বাদুরতলা লঞ্চঘাটের পাশে নোঙর করা ছোট একটি বালুর জাহাজে বসে কয়েকজন বন্ধুর সাথে গল্প করছিল রাকিব। এ সময় নদী থেকে ঢাকাগামী একটি বড় লঞ্চ যাচ্ছিল। লঞ্চের ঢেউ এসে বালুর জাহাজে আছড়ে পড়ে। এতে শরীরে পানি ঝাপটা লাগলে গল্পরত সবাই লাফিয়ে লঞ্চঘাটের পল্টুনে চলে যেতে পাড়লেও রাকিব পা পিছলে নদীতে পড়ে যায়। এ সময় ঢেউয়ের তোড়ে বালুর জাহাজটি লঞ্চঘাটের পল্টুনের সাথে মিশে যায়। পল্টুন ও বালুর জাহাজের মাঝখানে চাপাপড়ে রাকিব নদীতে তলিয়ে যায়।
সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও নিখোঁজ রাকিবের স্বজনরা ট্রলার নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জলিল সিকদার বলেন, ঘটনার পর থেকেই নিখোঁজ কলেজ ছাত্রের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। ঝালকাঠি থেকে একটি ডুবুরী দল ইতোমধ্যে চলে এসেছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় ডুবুরি দলের কাজ করতে বেগ পেতে হচ্ছে। তবে ঘটনাস্থলের পূর্ব ও পশ্চিম দিকের অন্তত ১০ কিলোমিটার এলাকায় ট্রলার ও জাল দিয়ে অনুসন্ধান চলছে।