সমবায় অধিদপ্তরে চাকরি
সমবায় অধিদপ্তর জনবল নিয়োগ দেবে। এলএফএআই (কৃত্রিম প্রজননকারী) পদে মোট ৫০ জনকে নিয়োগ দেয়া হবে। আগামী ২২ মার্চ পর্যন্ত এই পদে আবেদন করা যাবে।
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১৬ হাজার ৭০০ টাকা প্রতি মাসে।
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্তসহ তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে প্রকল্প পরিচালক, উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন, প্রকল্প (কক্ষ নং-৮০২), সমবায় ভবন, সমবায় অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা-১২০৭ ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। তবে আবেদনপত্রের খামের ওপর পদের নাম ও নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
সুত্রঃ ঢাকাটাইমস/এ এম বি / পাথরঘাটা নিউজ
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)