পাথরঘাটায় মাথা সহ হরিনের চামড়া উদ্ধার
বরগুনার পাথরঘাটার বিষখালী নদীর পাড় থেকে হরিনের মাথা সহ তিনটি চামড়া উদ্ধার করেছে দক্ষিণ স্টোশন কোষ্টগার্ড পাথরঘাটা।
শনিবার গভীর রাতে সুন্দরবনের পূর্ব পার পাথরঘাটা সদর ইউনিয়নের বিষখালি নদীর তীরে বাদুরতলা এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের দক্ষিণ স্টেশনের কমান্ডার লে. মেহেদি হাসান জানান, বিষখালি নদী থেকে হরিণের চামড়া ও মাথা পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যাই। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুই পাচারকারী পালিয়ে যায়। এসময় একটি প্লাস্টিকের বাজারে ব্যাগ থেকে একটি হরিনের মাথা ও তিনটি চামড়া পাওয়া যায়।
তিনি আরো জানান, সুন্দরবন থেকে শিকার করে এগুলো লবন দিয়ে সংরক্ষণ করে পাচারের প্রস্তুতিতে ছিল পাচারকারীরা।
শনিবার বেলা সাড়ে দশটার দিকে উদ্ধার হওয়া মাথা ও চামড়া বন বিভাগের কাছে এগুলো হস্তান্তর করা হয়। বন বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা পলাশ জানান বন্য প্রাণী সংরক্ষণ আইনে এগুলো মাটি চাপা দেয়া হবে।