বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক ইয়াবাসহ আটক
বেতাগী প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক লুৎফর রহমান সোহাগকে ইয়াবাসহ আটক করেছে বেতাগী থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে হাসপাতাল গেট থেকে তাকে আটক করে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই সাইফুল বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লুৎফর রহমান সোহাগ দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় তার সাথে থাকা ম্যানিব্যাগটি পড়ে গেলে এএসআই সাইফুল সেটি উদ্ধার করে। এসময় তার ম্যানিব্যাগ তল্লাশি করে ভিতরে থাকা দুটি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় লুৎফর রহমানকে আটক করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানায়, ইতোপূর্বে সোহাগ মাদকসহ গ্রেফতার হয়ে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত হয়। পরবর্তীতে বিশেষ ব্যাবস্থায় চাকুরীতে পূর্ণবহাল হয়।
তারা আরও জানায়, সোহাগ একজন পেশাদার মাদক ব্যাবসায়ী। মাদক ব্যাবসা সে নিয়মিত করে আসছে। আজ আটকের পূর্বে প্যাকেটে ইয়াবা বিক্রির জন্য নিয়ে আসে। ক্রেতা দেরী করে আসায় ধরা পরে। পুলিশের সহযোগীতায় ২পিস ইয়াবা রেখে বাকী সব গায়েব করা হয়।
টাকার বিনিময়ে ধামাপাচা দেওয়ার বিষয়টি অস্বীকার করে বেতাগী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, একরকম কোন সংবাদ আমার কাছে নেই। আমি যখন খবর পাই তখন পুলিশ পাঠিয়েছি। পুলিশ গিয়ে তাকে মাদকসহ আটক করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।