মঠবাড়িয়ায় সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা
মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার বড়মাছুয়া ইউনিয়ন কমপ্লেক্সে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়।
৭ পদাতিক ডিভিশন বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের সৌজন্যে ২৬ হর্স এর মেজর সাদিকুর রহমান জোহা এর নেতৃত্বে বরিশাল সিএমএইচ এর পরিচালনায় এ ফ্রি মেডিকেলে চিকিৎসা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক মেজর সৈয়দ তোফায়েল। সেখানে চিকিৎসা শেষে রোগীদের প্রয়োজনীয় ফ্রি ওষুধ বিতরণ করা হয়। এ জন্য সেখানে স্থাপন করা হয়েছে জীবানুনাশক স্প্রে পয়েন্ট। চিকিৎসার আগে প্রত্যেককে ওই জীবানুনাশক স্প্রে পয়েন্টের মাধ্যমে জীবানুমুক্ত করা হয়।
মেজর মো. সদিকুর রহমান জানান, ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ্য এলাকা বড়মাছুয়া এলাকায় র্দূযোগ ব্যবস্থাপনার আওতায় প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের চিকিৎসা সেবা পৌছে দিতে আমাদের এ আয়োজন।