পাথরঘাটায় কৃষকদের মাঝে বিনামুল্যে সবজির বীজ বিতরণ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২৮ মে ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘাটার প্রান্তিক ৬০০ চাষির মাঝে বিনামুল্যে সবজির বীজ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল সাড়ে ৩টায় পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের হল রুমে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রামের বাস্তবায়নে আধুনিক পদ্ধতিতে মুগডাল চাষের মাধ্যমে উদোক্তাদের আয় বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ৬০০ কৃষকের মাঝে লাউ, শসা, মিস্টি কুমড়া, বরবটি, কলমি, পুই, চিচিংগা ও ডাটা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা ফারজানা তাসমিন, সংগ্রামের প্রকল্প ম্যানেজার মো. মিজানুর রহমান মানিক, প্রবীণ সহায়তা প্রকল্প ম্যানেজার মোনায়েম খান লিটু, কৃষিবিদ মো. বেলাল হোসেন, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

এসময় কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা ফারজানা তাসমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন দেশের এক ইঞ্চি জমিও যেনন আমাদের ফাকা না থাকে। তাই কৃষকরা দেশের খাদ্য চাহিদা মেটায়। এই সবজি বীজ নিয়ে ঠিকমতো চাষ করার জন্য আহবান জানান।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)