শ্রাবন্তীর কোলে জয় দারুণ খুশি শাকিব
অনলাইন ডেস্কঃ কলকাতায় ‘ভাইজান এলো রে’ সিনেমার ফটোশুট করছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। তার সঙ্গে ছিলেন শ্রাবন্তীও। চমকপ্রদ খবর হচ্ছে, শাকিব-শ্রাবন্তীর ওই শুটে হাজির হয় শাকিব পুত্র আব্রাম খান জয়। শাকিব-শ্রাবন্তী ও জয়ের উপস্থিতিতে এমন একটি স্থিরচিত্র পোস্ট করা হয়েছে এসকে মুভিজের ফেসবুক পেজে।
রোববার (১৮ মার্চ) রাতে ছবিটি পোস্ট হলে সাথে সাথে ভাইরাল হয়ে যায়। কলকাতা থেকে শাকিব খান বলেন, জয়কে পেয়ে তো আমি সারপ্রাইজড হয়ে গেছি। অনেকক্ষণ জয় আমার সঙ্গে ছিল।
তিনি বলেন, আজ সকালে জয় ওর মায়ের (অপু বিশ্বাস) সাথে কলকাতা আসে। পরে শুটিং ইউনিটের মানুষের সাথে যোগাযোগ করে জয় তার মায়ের সাথে আসে।
জানা যায়, জয়কে দেখে ভাইজান এলো রে ছবির ইউনিটে যেন হৈচৈ পড়ে যায়। শ্রাবন্তী, জয়দীপ মুখার্জি সবাই জয়কে পেয়ে ভীষণ আদর করে। প্রায় ঘণ্টা দুয়েক শাকিবের কাছেই ছিল ১৮ মাস বয়সী জয়। এসময় অপু বিশ্বাস পাশেই ছিলেন।
মূলত, জয়কে নিয়ে কদিনের জন্য বেড়ানোর উদ্দেশ্যে রোববার সকালের ফ্লাইটে কলকাতা গেছেন অপু। সেখানে অপু শারীরিক চিকিৎসা নেবেন বলেও জানা যায়।
জানা গেছে শাকিব দেশে ফিরবেন ২০ মার্চ। ফিরেই ওয়াজেদ আলী সুমন পরিচালিত ক্যাপ্টেন খান ছবির শুটিং করবেন ২৮ মার্চ পর্যন্ত। তারপর ফের ‘ভাইজান এলো রে’ ছবির শুটিংয়ে লন্ডন যাবেন তিনি।
জয়দীপ মুখার্জীর পরিচালনায় ‘ভাইজান এলো রে’ সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবিতে আরও অভিনয় করছেন পায়েল সরকার, মনিরা মিঠু, দীপা খন্দকার।
এ এম বি / পাথরঘাটা নিউজ