পাথরঘাটায় বিয়ের প্রলোভনে কিশোরীকে রাতভর ধর্ষণের অভিযোগ
অনুসন্ধানী প্রতিবেদন: বরগুনার পাথরঘাটায় মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেণীর এক কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তিনদিন অতিবাহিত হলেও কোনো মামলা হয়নি।ধর্ষক মজিবুর রহমান শিকু পলাতক রয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।অভিযোগ রয়েছে ধর্ষকের ভয়ে মামলা করতে ভয় পাচ্ছে ধর্ষিতা ও তার পরিবার।
উক্ত ধর্ষিতা (ভিকটিম) উপজেলার ৩নং চরদুয়ানী ইউনিয়নের ৮নং ওয়ার্ড তাফালবাড়িয়া গ্রামের তাফালবাড়িয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী বলেন, দীর্ঘদিন ধরে ৩নং চরদুয়ানী ইউনিয়নের ৬নং ওয়ার্ড জ্ঞানপাড়া গ্রামের মৃত্যু আবুল হাসেমের ছেলে মজিবুর রহমান শিকু মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।পরে বিয়ের প্রলোভনে তাকে বাড়ি থেকে বের হতে বললে খলিফারহাট চৌরাস্তায় গেলে বাজারের তাফালবাড়িয়ার রাজ্জাক নামে এক ব্যক্তির বসত ঘরে নিয়ে সারারাত ধর্ষণ করে। কাউকে ধর্ষণের কথা বলতে নিষেধ করে সে বলে তোমার জন্মনিবন্ধনে বয়স হয়নি,পরে প্রতারনার মাধ্যমে বলে বয়স হলে বিয়ে করব। পরে মোটরসাইকেল চালক শাহাদাত হোসেন চৌকিদারের মাধ্যমে বালারখাল এলাকায় তার নানাবাড়ি পাঠিয়ে দেয়।
পাথরঘাটা থানা পরিদর্শক (তদন্ত ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ রকমের ঘটনা আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত ধর্ষিতার পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তবে ধর্ষিতার পরিবার বলছে থানা পুলিশ মামলা না নিয়ে তাদের সাথে অশোভন আচারণ করে আসছে।
অনুসন্ধানী প্রতিবেদন/এন এ এস/পাথরঘাটা নিউজ