তালতলীতে অ্যাম্বুলেন্স থেকে নেমে করোনা রোগী দৌড়ে পালিয়ে আত্নগোপনে
বরগুনার তালতলীতে করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি অ্যাম্বুলেন্স থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়।
সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা শহরের মালিপাড়ায় এ ঘটনা ঘটে।
তিনি বড়বগী ইউনিয়নের মালিপাড়া গ্রামের বাসিন্দা সোরাফ মিস্ত্রির জামাই। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বাবার নাম জানা যায়নি
সূত্র জানায়, কিছুদিন আগে থেকে তিনি করোনা উপসর্গ নিয়ে (কভিড ১৯) এর টেস্ট করায়। টেস্টে পজিটিভ আসে। ঢাকা নারায়ণগঞ্জ এ তিনি কাজ করতেন ও ভাড়া বাসায় থাকতেন। পজিটিভ এর ঘটনা বাড়িওয়ালা জানতে পেরে তাকে ভাড়া বাসায় উঠতে না দিয়ে সামনে তালা মেরে রাখেন।
তখন তিনি অ্যাম্বুলেন্স ভাড়া করে তার নিজ বাড়ি উজিরপুর গেলে ঘটনাটি জানাজানি হয়ে গেলে তার নিজ এলাকায় জায়গা না হওয়ায়, তিনি অ্যাম্বুলেন্স নিয়ে সোজা শশুর বাড়ি চলে আসে। শশুর বাড়ি আসলে রাস্তায় অ্যাম্বুলেন্স থামানো দেখে মানুষ ভয়ে দৌড়াদৌড়ি করে এ দেখেই তিনি নিজেও দৌড়ে পালিয়ে যান।
এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।