পাথরঘাটায় সম্মানীর টাকা দিয়ে দরিদ্রদের ঈদর উপহার
বরগুনার পাথরঘাটায় নানীর কাছ থেকে পাওয়া সম্মনীর টাকা দিয়ে দরিদ্র মানেিষর মাঝে ঈদ উপহার ক্রয় করে দিলেন পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের অ্যাড. জাবির হোসেন এর মেয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা সাজনাইন মারিয়াম সুচি ও পঞ্চম শ্রেণির ছাত্র তুশাইব শায়েদ।
আজ শনিবার (২৩ মে) দুপুর আড়টার দিকে পাথরঘাটা উকিল পট্টিতে ল-চেম্বারে এসব বিতরণ করা হয়।
নানী বুলবুল বেগমের দেয়া দুই ভাই-বোনের ঈদের পোষাক কেনার জন্য ২০ হাজার টাকা দিয়ে নিজেরা পোষাক না কিনে হতদরিদ্রদের মাঝে একটি মুরগী, ২ কেজি চিনি, ২ কেজি চিনিগুড়া চাল, ১ কেজি পিয়াজ,১ লিটার তেল, দুই প্যাকেট সেমাই ও একটি ট্যাংক কিনে দিয়েছে ২০ জন হতদরিদ্রদের মাঝে।
এবিষয়ে সুচি জানান, আমি পরিবার থেকেই শিখে আসছি। আমার নানা জীবিত থাকাকালীন পাথরঘাটায় অনেক মানুষকে ঈদসহ সব সময়ই সহযোগিতা করে এসেছেন। আজ আমার নানা বেচে নেই। নানী আমার ও আমার ভাইকে ২০ হাজার টাকা দেন ঈদের পোষাক কেনার জন্য। আমরা এ টাকা দিয়ে নিজেদের পোষাক না কিনে দরিদ্রদের মাঝে ঈদের নাস্তা কিনে দিয়েছি। আমরা নানা এবং বাবার এ কার্যক্রম ভবিষ্যতে অব্যহত রাখবো।