পাথরঘাটায় আগামীকাল ঈদ পালন করবে কয়েক গ্রামের মানুষ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগামীকাল রোববার বরগুনার পাথরঘাটার উপজেলার সদর ইউনিয়ন ও কাঠালতলী ইউনিয়নসহ আরো অনেক ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।
আগামী কাল রোববার সদর ইউনিয়নের পাথরঘাটা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট এর মসজিদ মাঠে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গতবছর থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে পাথরঘাটা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট এর মসজিদ মাঠে এসে ঈদের জামাতে অংশ নিলেও এ বছর মহামারী করোনা ভাইরাসের কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এ বিষয়ে পাথরঘাটা পৌরশহরের বাসিন্দা জাফর মীর মুঠোফোনে পাথরঘাটা নিউজকে জানান, কয়েক বছর ধরেই তিনি সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ ও রোজা পালন করছে। সে অনুযায়ী রোববার পবিত্র ঈদুল ফিতর পালন করবেন তিনি।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)