বিষখালী নদীর পাড় থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০২:২৬ পিএম, ২৩ মে ২০২০ | আপডেট: ০২:৪৫ পিএম, ২৩ মে ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার সদর উপজেলার বিষখালী নদী সংলগ্ন নলটোনা এলাকায় কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে রানা সিকদার (২৬) নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ১২টার দিকে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান করে তাকে আটক করা হয়। এর আগেও রানাকে ইয়াবা আটক করে জেলহাজতে প্রেরন করা হয়েছিল বলে জানা গেছে।

আটক রানা সিকদার বরগুনা সদর উপজলোর নিশানবাড়ীয়া এলাকার আব্দুল মান্নান সিকদারের ছেলে।

কোস্টগার্ড সূত্র জানা গেছে, কোস্টগার্ডের অভিযানের টের পেয়ে রানাকে আটক করা হয় এবং অপর ৩ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এসময় রানাকে তল্লাশি করে ৯ পিস ইয়াবা উদ্বার করা হয়।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বরগুনার সদর উপজেলার নলটোনা এলাকায় গাঁজা বিকিকিনি হচ্ছে। এসময় পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে চালিয়ে রানা সিকদার নামে একজন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। পরে তাকে তল্লাশী করে ৯পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)