চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ইফতার ও ঈদ উপহার পেলো ১৫’শ মুসল্লী
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের আওতাধীন ৩০০ টি মসজিদের প্রায় ১১০০ খতিব ,ইমাম ও মুয়াজ্জিনবৃন্দের জন্য আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার ও ৫ শতাধিক রোজাদারের মধ্যে ইফতারের প্যাকেট বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক বিপিএম, পিপিএম (বার)।
বর্তমানে বিশ্বব্যাপী বিরাজমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালে খতিব, ইমাম ও মুয়াজ্জিনবৃন্দের পাশে দাঁড়িয়েছে উত্তর বিভাগ, সিএমপি। সকলের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেয়ার এ আয়োজনে সামাজিক দূরুত্ব বজায় রেখে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া উক্ত বিভাগের পক্ষ থেকে প্রতিদিন প্রায় ৫০০ জন রোজাদারের মধ্যে প্যাকেট ইফতার বিতরণ করা হয়।
উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক জানান, আমরা প্রমান করতে চাই, বাংলাদেশ পুলিশ জনগণের পুলিশ। বাংলাদেশ পুলিশ জনগণের সাথে সব সময় থাকতে চায় বলেও জানান তিনি।