ঘূর্ণিঝড় “আম্ফানে’’ সাইক্লোন সেন্টারে আশ্রিত মানুষের পাশে ছিলেন গ্রাম আদালত প্রকল্প

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০২:০৯ পিএম, ২২ মে ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনা জেলার ৬টি উপজেলার ৪২টি ইউনিয়নে ইউএনডিপি এর অর্থায়নে ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত প্রকল্পের মাধ্যমে ঘুর্ণিঝড় ‘‘আম্ফানের’’ কারণে সাইক্লোন সেন্টারে আশ্রিত মানুষের মাঝে সহায়তা প্রদান করা হয়।

ওয়েভ ফাউন্ডেশনের গ্রাম আদালত প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের গ্রাম আদালত সহকারীরা সরাসরি ইউপি চেয়ারম্যানের সাথে সমন্বয় করে ঝুকিপূর্ণ মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে আসার জন্য মাইকিং, অসহায় মানুষকে সেন্টারে নিয়ে আসা, সেন্টার পরিষ্কার করানো, সেন্টারে আশ্রিত মানুষের জন্য পানি সরবরাহ, হাত ধোয়ার ব্যবস্থা, মোমবাতি সরবরাহ, স্প্রে ছিটানো, মাস্ক বিতরণ, শুকনা খাবার সরবরাহ করেন। বরগুনা জেলার ৬টি উপজেলা ৪২টি ইউনিয়নের প্রায় ২০০টি সাইক্লোন সেন্টারে সরাসরি সহযোগিতা করা হয়।

এ কার্যক্রম বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, ইউএনডিপির কর্মকর্তাসহ বিভিন্ন সুশীল সমাজের সহায়তায় কর্মসূচী বাস্তবায়ন করা হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)