পাথরঘাটায় আম্পানে হাজারো ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে কোষ্টর্গাড
বরগুনার পাথরঘাটায় আম্পানে ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছে পাথরঘাটা স্টেশন কোষ্টগার্ড। তারা প্রত্যেক পরিবারকে জরুরী ত্রান খাদ্য সহয়তা প্রদান করেছেন।
আজ শুক্রবার সকাল ১০টা সময় পাথরঘাটা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরাত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারের হাতে খাদ্য সহয়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন ও পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।
এতে পত্যেক পরিবারকে চাল, আটা, ডাল, তেল, চিনি, লবন ও বিস্কুট সামগ্রী দেয়া হয়েছে।
পাথরঘাটা ষ্টেশন কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসান জানান, ঘুর্ণিঝড় আম্পানে পাথরঘাটা জেলে পরিবারের অনেক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আমাদের সর্বাত্বক প্রস্তুতি ছিল, আমরা তরিঘরি করে ক্ষতিগ্রস্থদের তালিকা করে ৪ জন সদস্যের একটি পরিবারে ৫ দিনের খাবার তুলে দিয়েছি। যাতে করে তারা অনাহারে থাকতে না হয়। যেসব পরিবার বাদ পরেছে তাদেরও পর্যাক্রমে খাদ্য সহয়তা প্রদান করা হবে।