আমপানের প্রভাবে পাথরঘাটার নিম্ন অঞ্চল প্লাবিত
সাইক্লোন আমফান এর প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানিতে বরগুনার পাথরঘাটা উপজেলার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে এ এলাকার শতাধিক ঘরবাড়ি ও মাছের ঘের তলিয়ে গেছে।
পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান সাইক্লোন আমপানের প্রভাবে উপজেলার নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ইতিমধ্যে ৬ থেকে ৭ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। যার কারণে নিজলাঠিমারা, গহরপুর, দক্ষিণ চরদুয়ানি, পদ্মা, রুহিতা, নাপিতের খাল সহ বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকে প্লাবিত হয়েছে।
তিনি আরো জানান, যে সকল স্থান ঝুঁকিপূর্ণ সেসব এলাকায় সংস্কারের স্বেচ্ছায় কাজ শুরু করেছে স্থানীয়রা।
নিজলাঠিমারা গ্রামের কামাল সিকদার জানান পানির প্রভাবে তার মাছের ঘের তলিয়ে পাঁচ লাখ টাকার মাছ বের হয়ে গেছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান, গতকাল থেকেই বেড়িবাঁধের বাহিরের লোকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার হয়েছে। এ উপজেলায় শতাধিক আশ্রয় প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।