উজ্জীবিত আমতলীর পক্ষ থেকে ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান
আমতলী প্রতিনিধি:
বরগুনার আমতলীতে স্বেচ্ছাসেবী সংগঠন উজ্জীবিত আমতলীর উদ্যোগে মহামারী করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া হলদিয়া ইউনিয়নের ২ শতাধিক হতদরিদ্র কর্মহীনকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় হলদিয়া ইউপির চিলা বিশ্বাসের হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান।
এসময় উপস্থিত ছিলেন আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক (অবঃ) মো. আবুল হোসেন বিশ্বাস, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আসাদুজ্জামান মিন্টু মল্লিক, যুবলীগ সাংগঠনিক সম্পাদক দক্ষিন বাংলার বিপ্লবী কন্ঠস্বর মো.মিরাজ হোসাইন, উজ্জীবিত আমতলীর সভাপতি মুবদী সরোয়ার সওম, সাধারন সম্পাদক অমিত রসুল অপি প্রমুখসহ সংঘঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবী সংগঠন উজ্জীবিত আমতলীর সভপাতি মুবদী সরোয়ার সওম মুঠোফোনে বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া হলদিয়া ইউপির ২০০ জন হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।