ঘূর্ণিঝড় ‘আম্পান’ বেতাগীতে প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১৯ মে ২০২০

ছবিঃ সংগ্রহীতবরগুনার বেতাগীতে ঘূর্নিঝড় আম্পান মোকাবেলায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান, কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান, প্রেসক্লাব সভাপতি মো. মিজানুর রহমান মজনু, পিআইও জি এম অলিউল্লাহ, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মেহেদি হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহীনুর বেগম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শাহাদৎ হোসেন, পৌর কাউন্সিলর আব্দুর রহিম সিকদার প্রমুখ।

সভায় উপজেলার সকল আশ্রয় কেন্দ্র খুলে রাখা, বোরো ধানসহ যে সকল রবি শষ্যের ৮০ ভাগ পেকেছে তা সংগ্রহ করার জন্য কৃষি বিভাগকে নির্দেশ প্রদান করা হয়। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ব্লিচিং পাউডার প্রস্ততকরণের জন্য সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)