পটুয়াখালীতে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:২৭ এএম, ১৮ মে ২০২০

ছবিঃ সংগ্রহীতকরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশ মোতাবেক স্বাস্থ্য বিধি না মানায় পটুয়াখালী জেলার সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মতিউল ইসলাম চৌধুরী এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল ব্যবসায়ী ও সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকার কর্তৃক প্রদত্ত শর্ত সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু পটুয়াখালীতে বিগত চার দিন মার্কেট শপিং মল সমূহ সরোজমিনে পরিদর্শনে প্রতিয়মান হয় যে মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে আগত ক্রেতারা সরকার প্রদত্ত শর্ত মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা করেছেন বা নির্লিপ্ত থেকেছেন। তাই পটুয়াখালীর জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যুর কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে আগামীকাল ১৮ ই মে হতে সকল ধরনের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান কাঁচাবাজার এবং ঔষধ এর দোকান এই নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)