ঘুমের মাঝে খারাপ স্বপ্ন দেখলে যা করবেন ইসলাম কি বলে ?
অনলাইন ডেস্কঃ ঘুম মৃত্যুর ভাই। হাদীসে ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। ঘুমের সময় মানুষের রুহ আল্লাহর কাছে চলে যায়। আবার আল্লহর ইচ্ছা করলে তা ফিরিয়ে দেন ফলে মানুষ জাগ্রত হতে পারে । আবার ইচ্ছা করলে রুহ আটকে রেখে দিতে পারেন। ফলে মানুষ ঘুমের ভিতরের ইন্তেকাল করেন।
অন্য আরেক হাদীসে ঘুমের সময় শয়তান মানুষের মন নিয়ে খেলা করে। ভয়ভীতি দেখায়। এজন্য ঘুমের সময় শয়তানের এসব প্রভাব থেকে মুক্ত থাকতে করণীয় বলে দেয়া হয়েছে। যেমন : (১) “তার বাম দিকে হাল্কা থুথু ফেলবে।” (৩ বার) (মুসলিম, হাদীস নং ৪/১৭৭২, )
(২) “শয়তান থেকে এবং যা দেখেছে তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে প্রার্থনা করবে।” (৩ বার) (মুসলিম, হাদীস নং ৪/১৭৭২)
(৩) “কাউকে এ ব্যাপারে কিছু বলবে না।” অর্থ্যাৎ খারাপ কিছু দেখলে কাউকে না বলা। (মুসলিম, হাদীস নং ৪/১৭৭২)
(৪) “অতঃপর যে পার্শ্বে সে ঘুমিয়েছিল তা পরিবর্তন করবে।” (মুসলিম, ৪/১৭৭৩)
(৫) “যদি ইচ্ছা করে তবে উঠে সালাত আদায় করবে।” (মুসলিম ৪/১৭৭৩, নং ২২৬৩।
এ এম বি / পাথরঘাটা নিউজ