পাথরঘাটায় বয়স্ক ও বিধবাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
বরগুনার পাথরঘাটায় সরকারি ভাতা প্রাপ্ত ৪৭০ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ মে) কভিড-১৯ জরুরী সহায়তা প্রকল্পের আওতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সংকল্প ট্রাষ্টের বাস্তবায়নে অক্সফাম ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের অর্থায়নে পাথরঘাটা পৌরসভা ও সদর পাথরঘাটা ইউনিয়নে বিতরণ করা হয়।
সংকল্প ট্রাষ্টের পরিচালক ও প্রকল্পের ফোকাল পার্সন আবদুর রহিম বলেন, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে জনগন নিয়মিত হাত ধোয়া, বাড়ি ও বাড়ির চারপাশ নিয়মিতভাবে পরিস্কার-পরিচ্ছন্নতা দ্বারা ব্যক্তিগত ও সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যনীতি বজায় রাখার জন্যই পৌরসভা ও সদর পাথরঘাটা ইউনিয়নে ৪৭০ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের মাঝে মাথাপিছু ২০টি সার্জিকেল মাস্ক, ৭টি পিস স্যানিটারী ক্লথ, তিব্বত লণ্ড্রি সোপ ৩টি, বাথিং সোপ ৬টি, স্যালাইন ১০ প্যাকেট, ডিটারজেন্ট পাউডার ২টি বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেয়া হয়।
এছাড়াও পৌরসভা ও ইউনিয়নের গ্রামে গ্রামে পাইকিং, ফেষ্টুনের মাধ্যমে সচেতনতা মুলক প্রচারণা করা হচ্ছে বলে তিনি জানান।